বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কার্গো ফ্লাইটে চড়ে ঢাকায় বিদেশিনী

ডেস্ক নিউজ : কার্গো ফ্লাইটে করে আসার কথা পণ্যসামগ্রী। পণ্যসামগ্রী এলো ঠিকই। কিন্তু সঙ্গে এলেন এক বিদেশিনী। ঘটনাটি গতকাল মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডেনমার্কের ওই নাগরিকের বাংলাদেশে আসার কথা ছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে কাজ করার জন্য। তিনি একজন মেডিক্যাল বিশেষজ্ঞ। বাংলাদেশে আসার পরিকল্পনা অনুযায়ী গত মে মাসে ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছিলেন। তিনিসহ চারজন বাংলাদেশে আসবেন—এমন কূটনৈতিক বার্তাও পাঠানো হয়েছিল। কিন্তু কেবল সেই কার্গো ফ্লাইটে আসার অনুমতি ছিল না।

জানা গেছে, কার্গো ফ্লাইটে করে কিভাবে ওই ব্যক্তি বাংলাদেশে আসলেন এবং কাতার এয়ারওয়েজই বা কেন তাঁকে নিয়ে এলো তা নিয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী, কার্গো ফ্লাইটে করে এভাবে যাত্রী পরিবহনের সুযোগ নেই।

গত রাতে এই প্রতিবেদন লেখার সময় ওই ব্যক্তির ব্যাপারে করণীয় নির্ধারণের কাজ চলছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই যাত্রীকে ইমিগ্রেশন পার করে বাংলাদেশে ঢোকার ব্যবস্থা করতে চেষ্টার কমতি ছিল না। কিন্তু তাঁকে ভোররাতেই ফিরতি ফ্লাইটে বহিষ্কার করার কথাই বিবেচনা করা হচ্ছিল। কারণ এভাবে আসার কোনো নিয়ম নেই।

এই বিভাগের আরো খবর