শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাকে কেউ পছন্দ করে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের করোনা টাস্ক ফোর্সের প্রধান অ্যান্থনি ফাউসির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, কেউ আমকে পচ্ছন্দ করে না। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে করোনা মোকাবেলায় হাইড্রোক্সোক্লোরোকুইনের ভূমিকা নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প। নির্বাচনকে সামনে রেখে করোনায় মোকাবেলায় ফাউসি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন বলে অভিযোগ ট্রাম্পের।ফাউসি একজন সংক্রমক রোগ বিশেষজ্ঞ যিনি ট্রাম্পের করোনা টাস্ক ফোর্সের হয়ে কাজ করছেন। মার্কিন জনগণ ও সরকার পক্ষের মানুষের কাছে ফাউসি একটা বিশ্বস্ত নাম। করোনা মোকাবেলায় মার্কিনীরা তার বিভিন্ন পরামর্শ মেনে চলে।

তবে করোনা মোকাবেলায় ফাউসি ভূমিকা রেখে আগামী নভেম্বরের নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। আর এর ফলে জো বাইডেনের বিপরীতে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। ট্রাম্প বলছেন, করোনা মোকাবেলায় ভূমিকা রাখার জন্য  শুধু ফাউসি বা করোনা টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যরা না  ট্রাম্প ও তার প্রশাসনও প্রশংসার দাবিদার। ট্রাম্প বলেন, তিনি আমাদের প্রশাসনের অধীনে কাজ করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সুপারিশ করেছি। তাহলে তিনি যে পরিমাণ সাড়া পেয়েছেন আমি কেন পাচ্ছি না এইটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের। খোলাখুলিভাবে কথা বলার জন্য এর আগেও ফাউসিকে নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন। সবশেষে ফাউসিকে অভিযুক্ত করে ট্রাম্প বলেন, করোনার প্রথমদিকে চীনের সাথে যোগাযোগ বন্ধ করার বিষয়ে না করেন ফাউসি এবং ট্রাম্পের কোন পরামর্শ তিনি গ্রহণ করেন না।

সূত্র: ইউএস নিউজ

এই বিভাগের আরো খবর