শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল বনানী কবরস্থানে দাফন

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে আগামীকাল রবিবার দাফন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় জানিয়েছেন, আগামীকাল বনানী কবরস্থানে বাবার দাফনের প্রস্তুতি চলছে।

করোনা উপসর্গ নিয়ে বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক হয় তাঁর। অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। পরে পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে।

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এই বিভাগের আরো খবর