শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল আইসিডিডিআরবিতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

ডেস্ক নিউজ : রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেন্টার আগামীকাল শুক্রবার শুরু করতে যাচ্ছে সন্দেহভাজন রোগীদের জন্য করোনা পরীক্ষা।

প্রাথমিক পর্যায়ে টেস্টের জন্য রোগীদের http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা যাবে। টেস্টের ফি ডেবিট-ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং-মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি গতকাল বুধবার সন্ধ্যা ৬টার সময় নিবন্ধনের জন্য উন্মুক্ত হয়েছে।

প্রতি টেস্টের খরচ সর্বসাকুল্যে তিন হাজার ৫০০ টাকা (তিন হাজার পাঁচ শ টাকা)। টেস্টের জন্য ব্যক্তির গলা এবং নাকের গভীর থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে।

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের আলোচিত অ্যান্টিবডি কিট ব্যবহার ও আরো কয়েকটি পরীক্ষার পদ্ধতি পরীক্ষার অনুমতি চেয়েছে।

এই বিভাগের আরো খবর