শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইসিসির প্রেসিডেন্ট হওয়া নিয়ে যা বললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক : শশাঙ্ক মনোহরের বিদায়কাল শুরু হতেই চারদিকে গুঞ্জন শুরু হয়েছিল যে, সৌরভ গাঙ্গুলী নাকি আইসিসি সভাপতি হচ্ছেন। পরে বিভিন্ন তথ্য উপাত্তের কারণে এই গুঞ্জন আরও তীব্র হয়। একসময় জানা যায়, হ্যাঁ, সৌরভ আইসিসির প্রেসিডেন্ট পদে অন্যতম প্রতিদ্বন্দ্বী। এবার বিষয়টি নিয়ে পজিটিভ মন্তব্য করলেন সৌরভ। তবে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপর নির্ভর করবেন।

এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে সৌরভ বলেছেন, ‘আমিও জানি না কী হবে। এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে বোর্ড। আর আইসিসিতে পরিস্থিতি আগের মতো নেই, অনেক বদলে গেছে। আইসিসিতে স্বাধীন প্রেসিডেন্ট হতে গেলে নিজের দেশের বোর্ডের কোনো পদে থাকা যাবে না। আগে কিন্তু এমন ছিল না। আগে দুটি পদেই থাকা যেত। আর নিয়মের পরিবর্তন কিন্তু আইসিসিই করেছে।’

বিষয়টি ব্যাখ্যা করে সৌরভ বলেছেন, ‘বর্তমানে বিসিসিআই সংবিধান অনুসারে বোর্ডে একটাই পদে থাকা যাবে। বোর্ডে কখনই দুটি পদে থাকা যাবে না। কিন্তু বোর্ডের বাইরে অন্য পদে থাকা যাবে। মানে বোর্ডের পদে থাকার পরও আইসিসি বা এসিসিতে থাকা যাবে। সমস্যা হলো, আইসিসিতে আবার দুটি পদে থাকার নিয়ম নেই।’ অর্থাৎ আইসিসি প্রেসিডেন্টকে অন্য কোনো পদে থাকা চলবে না। মানে আইসিসি প্রেসিডেন্ট হতে গেলে সৌরভকে বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে।

এসব কারণে আইসিসি প্রেসিডেন্ট হতে সৌরভ ব্যস্ত হয়ে পড়ছেন না। তিনি আরও বলেন, ‘আমি জানি না এই পর্যায়ে বিসিসিআই ছেড়ে চলে যাওয়া উচিত কি না। তাছাড়া এখন আমাকে বিসিসিআই ছাড়ার অনুমতি দেওয়া হবে কি না সেটাও প্রশ্ন। তবে আমার কোনো ব্যস্ততা নেই। আমার বয়স বেশি না। আর এই কাজটা তো চিরকাল করে যাওয়া যায় না। এগুলো সাম্মানিক কাজ। যা জীবদ্দশায় এক বারই করা চলে। অন্য সব দুর্দান্ত প্রশাসকদের দিকে তাকালেও দেখা যাবে যে, সবাই একটা একটা করেই মেয়াদ পেয়েছেন।’

এই বিভাগের আরো খবর