counter ১৩ ফুট দূরের বাতাসে করোনা ছড়াতে পারে

বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

১৩ ফুট দূরের বাতাসে করোনা ছড়াতে পারে

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস রোগীর থেকে ১৩ ফুট দূরের বাতাসেও বেঁচে থাকতে পারে৷ চীনের গবেষকদের এই দাবি শুক্রবার আমেরিকার সেন্টার ফর ফিজিক্স অ্যান্ড প্রিভেনশন-এর পত্রিকা এমার্জিং ইনফেকশিয়াস ডিজিস-এ প্রকাশিত হয়েছে৷

গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বেশি জীবাণু মিলেছে হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে৷ গবেষকদের মতে, সম্ভবত মাধ্যাকর্ষণ শক্তি এবং হাওয়ার কারণে অধিকাংশ ভাইরাস ড্রপলেট মেঝেতে পড়ে যায়৷

এর পাশাপাশি কম্পিউটারের মাউস, বেড রোল, দরজার হাতলে সবথেকে বেশি পরিমাণে ভাইরাস পাওয়া গেছে৷ শুধু তাই নয়, আইসিইউ-এর মেডিকেল স্টাফদের পঞ্চাশ শতাংশের জুতার সোলেও করোনাভাইরাসের সন্ধান মিলেছে৷ যা দেখে গবেষকরা বলেছেন, জুতার সোল থেকেও ছড়াতে পারে করোনা৷

এই বিভাগের আরো খবর