counter হুয়াওয়ের মুনাফা বেড়েছে ৯.২ ভাগ

বুধবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

হুয়াওয়ের মুনাফা বেড়েছে ৯.২ ভাগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : করোনার মাঝেও বছরের প্রথম ভাগে রাজস্ব বেড়েছে চীনা টেলিকম কম্পানি হুয়াওয়ের। প্রতিষ্ঠানটি জানায়, বছরের প্রথম ভাগে রাজস্ব ১৩.১ শতাংশ বেড়ে হয়েছে ৬৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। বছরের শুরুতে কম্পানির বিক্রি কমলেও আবার তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

এক বছর আগের একই সময়ের তুলনায় মুনাফাও বেড়েছে ৯.২ শতাংশ। করোনা মহামারির এ সময়ে সাফল্যের বড় কারণ যোগাযোগ প্রযুক্তি পণ্য বিক্রি বেড়েছে। বিশ্বে টেলিকম নেটওয়ার্ক সরঞ্জামের সবচেয়ে বড় সরবরাহকারী হুয়াওয়ে এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। সূত্র : এএফপি।

এই বিভাগের আরো খবর