শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্য ভবনে দুদকের অনুসন্ধানী টিম

ডেস্কনিউজঃ মহামারি করোনাকালে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালসহ স্বাস্থ্যখাতের অনিয়ম উদঘাটনে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুর ১টা ৫০ মিনিটে দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধানী টিম রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নতুন স্বাস্থ্য ভবন পরিদর্শনে যান।

বিকেল সোয়া ৩টা পর্যন্ত দুদকের অনুসন্ধানী টিম স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করছেন।

বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কক্ষ থেকে বেরিয়ে দুদক উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, তারা গত তিনদিন আগে রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা চিকিৎসা সংক্রান্ত চুক্তিপত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক তথ্য-উপাত্ত স্বাস্থ্য অধিদফতরের কাছে চেয়ে পাঠিয়েছিলেন। আজ তাদের কাগজপত্র দেয়ার কথা থাকলেও তাদের চাহিদা অনুযায়ী সকল তথ্য-উপাত্ত সংগ্রহ না হওয়ায় দিতে পারেনি।

তিনি বলেন, স্বাস্থ্য মহাপরিচালক জানিয়েছেন, আগামীকাল তারা দুদকে কাগজপত্র পৌঁছে দেবেন।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort