মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর দফতরের কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দফতরের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আইইডিসিআরের ব্রিফিংয়ে যে পাঁচজন নতুন করে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন ওই কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে।

তবে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের যে কর্মকর্তা আক্রান্ত হয়েছেন, জানতে চাইলে গণমাধ্যমে তার পরিচয় দিতে চাননি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘নীতিগতভাবে আমরা কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করি না।’

সূত্রগুলো জানিয়েছে,  শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে যাওয়ার কথা বলেন আইইডিসিআরের কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর