শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদি আরবকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক :  করেনা মহামারী পরিস্থিতিতে সৌদি আরবের পক্ষ থেকে সীমিত পর্যায়ে হজ পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর-আরব নিউজ।

বুধবার জেনেভায় প্রতিদিনের করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দেশটির সিদ্ধান্তকে সমর্থন করে।

রিয়াদ জানায়, যারা সৌদি আরবে অবস্থান করছেন এমন ১ হাজার জন পবিত্র হজ পালন করতে পারবেন। গত বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা পবিত্র হজ পালনে অংশ গ্রহণ করে থাকেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম বলেন, এটা বিশেষভাবে সত্য যে, প্রতিবছর বিশ্বে একমাত্র হজ পালনে সবচেয়ে বেশি মানুষ জড়ো হন।

হজ সীমিতভাবে পালনের বিষয়ে তিনি বলেন, হজযাত্রীদের সুরক্ষা ও সংক্রমণের ঝুঁকি হ্রাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে ঝুঁকি মূল্যায়ন এবং বিভিন্ন পরিস্থিতিতে একটি বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্তটি আসে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort