শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সোনালী সংবাদের দুর্গাপুর প্রতিনিধি করোনায় আক্রান্ত

দুর্গাপুর প্রতিনিধি : দৈনিক সোনালী সংবাদের রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২০) জুন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন তাদের ল্যাবে রাজশাহীর ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন সাংবাদিক। এদের একজন সোনালী সংবাদের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান।

দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লায় মিজানুর রহমানের বাড়ি। তিনি একজন শিক্ষকও। সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, মিজানুর দ্রুতই করোনামুক্ত হবেন। মিজানুর রহমানও নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানিয়েছেন, গেল ১৪ জুন তার প্রচণ্ড জ্বর আসে। সঙ্গে কাশিও ছিল। তাই ১৬ জুন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন। শনিবার সন্ধ্যায় তাকে ফোন করে করোনা পজিটিভ রিপোর্ট হওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এখন তার জ্বর নেই। শারীরিকভাবে তিনি ভালো আছেন।

বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নেবেন ও তার শারীরিক অবস্থা ভালো।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort