শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তিন বাংলাদেশি তারকা

স্পোর্টস ডেস্ক : আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এই আসরে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলের অষ্টম সংস্করণ এবার ত্রিনিদাদে অনুষ্ঠিত হচ্ছে। ছয় দলের এই লিগটি প্রাথমিকভাবে দেশটির ছয়টি দ্বীপে খেলার কথা ছিল।

কিন্তু আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মধ্যে সিপিএলের সব ম্যাচ দর্শকহীন ত্রিনিদাদের দুটি ভেন্যুতে আয়োজনের অনুমতি দেয় সরকার।

বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল ২০১৩ সালে সেন্ট লুসিয়ার হয়ে সিপিএলে প্রথম খেলেছিলেন। পরে ২০১৭ সালে জ্যামাইকার হয়ে সিপিএলে খেলেন মাহমুদউল্লাহ।

তবে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এখনো সিপিএলে খেলেননি। অবশ্য সাকিব আল হাসান বেশ কয়েকবার খেলেছিলেন। নিষেধাজ্ঞার কারণে এবার তিনি আমন্ত্রণ পাননি।

এই বিভাগের আরো খবর