মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাহেদের অপকর্ম জানতে র‌্যাবের হটলাইন চালু

ডেস্ক নিউজ : করোনাকালে কোভিড-১৯ চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতি অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানতে হটলাইন চালু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কেউ সাহেদের মাধ্যমে প্রতারিত ও নির্যাতিত হয়ে থাকলে তাদেরকে আইনি সহায়তার উদ্যোগে এমন হটলাইন চালু করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

একই সঙ্গে একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে, যেখানে আলোচিত এই ‘প্রতারকের’ বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে। আজ শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ তার রিজেন্ট গ্রুপের আওতায় বিভিন্ন ধরনের ব্যবসা করছিলেন। ফেইসবুকে সরকারের নানা মন্ত্রী-এমপি, আমলা ও রাজনীতিকদের সঙ্গে ছবি দিয়ে রাখা সাহেদ ‘প্রভাব খাটিয়ে’ বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

উত্তরা ও মিরপুরে তার দুই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার অনুমতি নিয়েছিলেন সাহেদ। এই সুযোগে করোনাভাইরাস পরীক্ষার জন্য মানুষের কাছ থেকে তিন-চার হাজার টাকা করে নিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছিল তার প্রতিষ্ঠান থেকে। তবে পরীক্ষা ছাড়াই করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দেওয়ার প্রমাণ পেয়ে গত ৬ ও ৭ জুলাই তার হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে আরও অনিয়ম বেরিয়ে পড়লে আত্মগোপনে যাওয়া সাহেদকে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort