শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সারা আলি খানের বাড়িতে করোনা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সারা আলি খানের গাড়ির চালক করোনা আক্রান্ত। যদিও তিনি এবং তাঁর পরিবারের সদস্যসদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে এটাই স্বস্তির। বাড়ির বাকি স্টাফেদের করোনা রিপোর্টও নেগেটিভ। ইনস্টাগ্রামে নিজেই এই খবর জানিয়েছেন সারা আলি খান।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, আমি আপনাদের জানাতে চাই যে আমার গাড়ির চালক কভিড ১৯ পজিটিভ। বিএমসিকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এবং তাঁকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আমার পরিবার ও বাড়ির অন্যান্য স্টাফেদের করোনা রিপোর্ট নেগেটিভ। প্রত্যেকেই প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলছি.

সারা আরও বলেন, বিএমসিকে অসংখ্য ধন্যবাদ আমার ও পরিবারের তরফে। তাদের সাহায্য ও পরামর্শ মূল্যবান। প্রত্যেকে সুস্থ থাকুন।

লকডাউনের পর পরিস্থিত স্বাভাবিক হলে ডেভিড ধাওয়ানের পরিচালনায় কুলি নং ওয়ান ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন সারা।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort