রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শ্বেতা আমার সঙ্গে কাজের লোকের মতো ব্যবহার করেন’

বিনোদন ডেস্ক :  বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে নিয়ে মুখ খুললেন তার দ্বিতীয় স্বামী অভিনব কোহলি।

অভিনবের অভিযোগ, শ্বেতা তার সঙ্গে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করেন।

শুধু তাই নয়, গাড়িতে পেট্রোল ভরা থেকে ছেলের প্রয়োজনীয় জিনিসপত্র আনা, সবকিছু করতেন তিনিই।

জিনিউজ জানিয়েছে, সম্প্রতি ছেলের সঙ্গে দেখা করার জন্য শ্বেতার বাড়িতে যান অভিনব। ওইদিন ছেলের সঙ্গে দেখা তো করতেই দেয়া হয়নি। উল্টো শ্বেতা ওইদিন পুলিশ ডেকে তাকে বাড়ি থেকে বের করে দেন। ছেলে রেয়াংশের সঙ্গে ভিডিও কলে দেখা করতে চাইলেও, শ্বেতা ছেলের হাত থেকে আইপ্যাড ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ করেন অভিনব।

ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে যেদিন শ্বেতার বাড়িতে তিনি যান, সেদিন ৩ ঘণ্টা ধরে তিনি কেঁদেছিলেন। তাও রেয়াংশের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, পারিবারিক হিংসার অভিযোগ এনে অভিনব কোহলির বাড়ি ছাড়েন শ্বেতা তিওয়ারি। অভিনব তার গায়ে হাত তোলেন। এমনকি তার প্রথম পক্ষের মেয়ে পলকের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন বলেও অভিযোগ দায়ের করেন শ্বেতা।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort