মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রুচিহীন সস্তা বিনোদন নয় : সজল

নিজস্ব প্রতিবেদকঃ রুচিহীন সস্তা বিনোদন নয়, সুস্থ সুন্দর জাতি গঠনে প্রয়োজন সুস্থ বিনোদন। এর মাধ্যমে যেনো আমাদের তরুন প্রজন্ম সঠিক মানসিক বিকাশ ও যথাযথ মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে। আমাদের দেশের তরুন তরুনীরা সস্তা জনপ্রিয়তার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম বেছে নিচ্ছেন, এতে একদিকে তাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ হচ্ছে না। অপরদিকে, ডেডিকেশন আর ডিটারমিনেশনের অভাবে তারা হারিয়ে যাচ্ছে ও খুব সহজেই। সম্প্রতি রাজধানীর দ্য কিচেন রেস্তোরাঁয় ধারণকৃত ক্যাফে আড্ডা নামক একটি অনুষ্ঠানে এমনটাই বলছিলেন, দেশের জনপ্রিয় স্টান্ডআপ কমেডিয়ান, অভিনেতা ও ইউটিউবার আনোয়ারুল আলম স্জল। এছাড়াও নতুন বছরে নিজের কাজ নিয়ে পরিকল্পনাসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এই অনুষ্ঠানে।

মোঃ শরিফুল ইসলামের উপস্থাপনায় ক্যাফে আড্ডা অনুষ্ঠানটি খুব শীঘ্রই দেখা যাবে একটি ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, মিরাক্কেল অনুষ্ঠান খ্যাত সজল বর্তমানে নাটকে অভিনয়, উপস্থাপনাসহ বিভিন্ন কাজ নিয়ে পার করছেন ব্যস্ত সময়।এছাড়াও সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক ব্যতিক্রমী বিভিন্ন পরিকল্পনা নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort