counter রংপুরের গংগাচড়ায় নদী গর্ভে বিলীন হচ্ছে চর সংকরদহ

মঙ্গলবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

রংপুরের গংগাচড়ায় নদী গর্ভে বিলীন হচ্ছে চর সংকরদহ

নাজনীন সুলতানা বন্নি,গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ ভারী বর্ষণ ও উজানের ঢলে ক্রমশ অবনতি রংপুরের গংগাচড়ার বন্যা পরিস্থিতি। পানি কমলেও কমছে না নদী ভাঙন।গত কয়েক দিনের নদী ভাঙনে বিলীন হয়ে গেছে লক্ষীটারি ইউনিয়নের চর সংকরদহের ৫০০-৭০০ পরিবার সহ কয়েক একর ফসলি জমি ও যাতায়াতের রাস্তা। নতুন করে ভাঙন দেখা দিয়েছে চর ইচলি সহ বেশ কয়েকটি চরে। স্থানীয়দের দাবি এখনই এই নদী ভাঙন রোধ করা না গেলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে ৫ – ৭ টি চরাঞ্চল।

জানা গেছে,নদী ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফেলা হচ্ছে জিও ব্যাগ।কিন্তু স্থানীয়দের দাবি এখন এই জিওব্যাগ ফেলে নদী ভাঙন রোধকরা সম্ভব নয়।

এই বিভাগের আরো খবর