মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মাধবদীতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

এম শরিফ হোসেন (মাধবদী) নরসিংদীঃ নরসিংদী সদর উপজেলার মাধবদীতে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে গোছল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে নাজমুল হাসান (১৬) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যূ হয়েছে।জানা গেছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ঢাকার হাতিরঝিল এলাকা হতে নাজমুল হাসান তার পরিবারের সাথে নানার বাড়ি নরসিংদীর মাধবদী থানাধীণ নুরালাপুর গ্রামে বেড়াতে আসে।শহরে বেড়ে উঠা নাজমুল হাসান সাঁতার জানেনা বিধায় বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নানার বাড়ি এলাকার ব্রহ্মপুত্র নদে নানার সাথে গোসল করতে যায়।সেখানে নানার কাছে সাতার শিখবে বলে নাজমুল হাসান পানিতে নামে। পানিতে নামার সাথে সাথেই নাজমুল নদীর স্রোতের টানে পানির গভীরে চলে গিয়ে পানিতে ডুবে যায়। নাতিকে ডুবে যেতে দেখে বৃদ্ধ নানা নাতিকে বাঁচাতে এগিয়ে গেলেও ততক্ষনে নাতি পানির গভীরে হারিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ডাকাডাকি করলে এলাকাবাসী এবং পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দীর্ঘ পাঁচ ঘন্টা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার পর নিখোঁজ হবার ৬ ঘন্টা পর বিকেল ৪টার দিকে নাজমুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফি আল ফারুক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক সহায়তার জন্য ছুটে আসি।  কিন্তু তীব্র স্রোতের কারনে উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় ও আমাদের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। এদিকে, নাতির এমন মৃত্যুতে নানার বাড়ি ও তার পরিবারের শোকের কালো ছায়া নেমে আসে

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort