শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারত থেকে পার্সেল ট্রেনে এলো শুকনো মরিচ

ডেস্ক নিউজ : প্রথমবারের মতো ভারত থেকে ট্রেনে করে শুকনো মরিচ এসেছে। বিশেষ পার্সেল ট্রেনটিতে করে প্রায় ৩৮৪ টন শুকনা মরিচ এসেছে। ১৬টি পার্সেল ভ্যান নিয়ে বিশেষ ট্রেনটি ইতিমধ্যে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে।

ভারতের অন্ধ্র প্রদেশ এই শুকনা মরিচ বাংলাদেশ পাঠানো হয়। প্রায় ১৩৭২ কিলোমিটার পথে ট্রেনে প্রতি টন শুকনা মরিচ পরিবহনে খরচ হচ্ছে ৪ হাজার ৬০৮ রুপি, সড়ক পথে যে খরচ ছিল সাত হাজার রুপি।

ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলা ও এর আশেপাশের এলাকাগুলো থেকে এর আগে বাংলাদেশে ট্রাকে করে মরিচ আসত। তবে এবারই প্রথম ট্রেনে করে বেনাপোল সীমান্ত পর্যন্ত মরিচ এল।

করোনা পরিস্থিতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধার মুখে পড়ে। তবে পার্সেল ট্রেন সার্ভিস চলাচলের মাধ্যমে এ বাধা কাটানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort