শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ছোট পরমাণু বোমা বানিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানোর উপযোগী ছোট আকারের পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। এমনটাই সন্দেহ করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে উপস্থাপিত এক গোপন প্রতিবেদনে এই সন্দেহ প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল ওই প্রতিবেদনটি তৈরি করেছে। গত সোমবার (৩ আগস্ট) জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা কমিটিতে প্রতিবেদনটি জমা করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া সর্বশেষ চালানো ছয়টি পারমাণবিক পরীক্ষার মধ্য দিয়ে একটি ছোট আকারের পারমাণবিক ডিভাইস তৈরি করতে সক্ষম হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর পিয়ংইয়ং আর পারমাণবিক পরীক্ষা চালায়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত প্রতিবেদনে আরও বলা হয়েছে ,উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে এবং পরীক্ষামূলকভাবে লাইট ওয়াটার রিঅ্যাক্টর স্থাপন করেছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে।

তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছিলেন, তার দেশের যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তা দেশের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে যথেষ্ট।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort