বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিয়ের আগে নতুন সদস্য এলো পরিবারে

বিনোদন ডেস্ক : ২০২১ সালে বিয়ে করতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টালিগঞ্জে কান পাতলে এখন এমন খবরই শোনা যাচ্ছে। এক টুইটার পোস্টেও নিজের বিয়ের খবর জানিয়েছিলেন অঙ্কুশ নিজেই। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। লেখেন,  ‘শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শিগগির তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’ আর এতেই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে।

বিয়ের আগেই বুধবার পরিবারে নতুন সদস্য আসার খবর দিলেন অঙ্কুশ। না, অন্য কিছু ভাবার কারণ নেই। অঙুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্যটি হলো তাঁদের নতুন কেনা গাড়ি। নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘New member in the family …  ‘, নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। বিয়ের আগেই বিলাসবহুল স্কোডা কিনে ফেলেছেন তাঁরা।

টলিপাড়ায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা অবশ্য সবারই জানা। তাঁরা কোনো দিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরিও খেলেন না। তাই ২০২১-এ যদি সত্যিই অঙ্কুশ-ঐন্দ্রিলা সাত পাকে বাঁধা পড়েন, তাহলে অবাক হওয়ারও কিছু নেই। প্রসংগত, খুব শিগগিরই ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

সূত্র : জি নিউজ, ইনস্টাগ্রাম।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort