মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাঘা-চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৬ হাজার মাস্ক বিতরণ

এম ইসলাম দিলদার,রাজশাহীঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে ২৬ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১-সেপ্টেম্বর) তাঁর নির্বাচনী দুই উপজেলা রাজশাহীর বাঘা ও চারঘাট এই মাস্ক বিতারণ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক (এপিএস) সিরাজুল ইসলাম বলেন, করোনা সংকট নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনার বিষয়ে জনগণকে সচেতন থাকতে ইতোপুর্বেও বাঘা-চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন উপকরণসহ সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতারণ করা হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী নিজেস্ব অর্থায়নে আবারও দুই উপজেলায় ২৬ হাজার মাস্ক বিতারণ করেছেন।

এদিকে, সরকারি নির্দেশনা মেনে জনগণকে করোনামুক্ত রাখতে সকলের সহযোগিতার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই উপজেলার ১৩ জন ইউপি চেয়ারম্যান, তিন পৌর মেয়র ও রাজনৈতিক নৈতৃবৃন্দ, সাংবাদিকসহ সাধারণ জনগণ।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort