রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাঘায় জাল টাকার নোটসহ আটক ২

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘাতে জাল টাকার নোটসহ ২ জনকে আটক করেছে পুৃলিশ। এসময় তাদের কাছ থেকে ৮টি ১হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। বুধবার (০৯-০৯-২০) বিকেল সাড়ে ৫টায় বাঘা মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক একজনের বাড়ী বাঘা পৌরসভার মুর্শিদপুৃর গ্রামে। তার বয়স ১৩ বছর । অপরজন পৌরসভার চাকিপাড়া গ্রামের বাসিন্দা বয়স ১৮ বছর। তারা ২জনই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তথ্য অনুসন্ধানের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
বাঘা থানার এসআই নাজমুল হক জানান, তারা ৫০% কমিশনে জাল নোটগুলো বিক্রির জন্য মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জয়নাল আবেদীন ও সংঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে জাল নোটগুলো জব্দ করা হয়। সিনিয়র এএসপি (বাঘা-চারঘাট সার্কেল ) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান এসআই নাজমুল হক।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort