counter বাঘায় টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বাজুবাঘা ইউপি

মঙ্গলবার, ৭ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

বাঘায় টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বাজুবাঘা ইউপি

এম ইসলাম দিলদার, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলায় ১ নং বাজুবাঘা ইউনিয়নের টেকসই উন্নয়ন অর্জনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সুশাসন বাস্তবায়নের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ ঘটিকায় তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ১ নং বাজুবাঘা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আর্থিক সহযোগিতায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএসজি)ইউএনডিপি প্রকল্পের আলোচনা সভা হয়েছে ইউনিয়নের ২ নং ওয়ার্ডে । টেকসই উন্নয়ন অর্জনের পরিকল্পনা গ্রহণের সুশাসন বাস্তবায়নের প্রধান অতিথি ছিলেন ১নং বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, বিশেষ অতিথি জান্নাতুল ফেরদৌস সংরক্ষিত মহিলা সদস্য ১,২ ও ৩ নং ওয়ার্ড।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড সদস্য জুলফিকার আলী। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার জনসারণ।

এই বিভাগের আরো খবর