মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলা‌দেশ রেলও‌য়ে (পূর্বাঞ্চল) চাঁদপু‌রে উ‌দ্যোগে বৃক্ষ রোপন

চাঁদপুর প্রতিনিধিঃ জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মুু‌জিবুর রহমা‌নের জন্ম শতবর্ষ উপল‌ক্ষে বাংলা‌দেশ রেলও‌য়ে (পূর্বাঞ্চল) চাঁদপু‌রে উ‌দ্যোগে বড় স্টেশন ও কোর্ট সোটশন এলাকায় বৃক্ষ রোপন করা হ‌য়ে‌ছে।

২১ জুলাই‌ মঙ্গলবার দুপু‌রে চাঁদপুর কা‌লিবা‌ড়ি কোর্ট স্টেশন এলাকায় বি‌ভিন্ন ফল ও ঔষধী গা‌ছের চারা রোপন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয় শ্রমিকলী‌গ চাঁদপুর জেলা ষাখার ভারপ্রাপ্ত সভাপ‌তি ও রেলও‌য়ে শ্রমিকলীগের সভাপ‌তি মাহবুবুর রহমান, স্টেশন মাস্টার শো‌হেবুল সিকদার, রেলও‌য়ে শ্রমিকলীগসহ সভাপ‌তি ‌মোঃ তোফাজ্জল, চাঁদপুর কোর্ট স্টেশ‌নের বু‌কিং সহকারী ‌মোঃ অবু কাউছার, খোর‌শেদ হা‌ওলাদার ও ছাত্র‌নেতা ও‌হিদুর রহমান প্রান্ত।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort