বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রানা বখতিয়ার

অস্ট্রিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সাধারণ সম্পাদক রানা বখতিয়ার। 
শনিবার (৫ ডিসেম্বর) রানা বখতিয়ার সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের এই মাসে দুষ্কৃতিকারীরা জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে। আমি এই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যারা জাতির পিতাকে অবমাননা করে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরোধী।’
এছাড়া এ ঘটনায় দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তিনি।
প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনও এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলে তারা।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort