counter বংশালে গ্যাস বিস্ফোরণে দেয়াল চাপা, শিশুর মৃত্যু

মঙ্গলবার, ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

বংশালে গ্যাস বিস্ফোরণে দেয়াল চাপা, শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ : রাজধানীর বংশালের একটি বাসায় গ্যাসলাইনে বিস্ফোরণের কারণে দেয়াল চাপা পড়ে মঈনুল নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুটির বাবা-মা ও তার বোন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এনটিভি অনলাইনকে জানান, গ্যাস বিস্ফোরণের এই ঘটনায় আহত তিনজন শেখ হাসিনা বার্ন ইউস্টিটিউটে ভর্তি আছেন। তারা হলেন শিশুটির বোন জান্নাত, বাবা জাবেদ ও মা শিউলি।

শাহীন ফকির বলেন, ‘বংশালের জুম্মান কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসার একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে একটি দেয়াল ভেঙে পড়ে। ওই দেয়ালে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবা-মা ও বোনকে শেখ হাসিনা বার্ন ইউস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’

শাহীন ফকির বলেন, ‘ওই ফ্ল্যাটে গ্যাসের লাইনে ঝামেলা ছিল। গতকালও গ্যাসের লোকজন সেখানে কাজ করেছে। তবু কাজ বাকি ছিল। ফায়ার সার্ভিস ও আমাদের (পুলিশ) ধারণা, অতিরিক্ত গ্যাসের চাপে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনা শুনে আমরা গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। শিশুটি এখন হাসপাতালের মর্গে আছে।’

এই বিভাগের আরো খবরAllEscortAllEscort