শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফ্রান্সে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৬৫ জনের মৃত্যু

এবার ইউরোপের দেশ ফ্রান্সেও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ফ্রান্সে রেকর্ড ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ইতালিতে নতুন করে আরো ৭১২ ও স্পেনে ৭১৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার কেন্দ্রবিন্দু চীনে মোট মৃতের সংখ্যা তিন হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মাত্র পাঁচজনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি ওই তথ্য দিয়েছে। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট এক হাজার ৬৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৩ জনে। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৩৬ জন। মারা গেছেন ২৪ হাজার ১৯১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এক লাখ ২৩ হাজার ৫৫১ জন।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort