বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়িতে কাপড়ে নকশা তৈরি করে নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে

তানভীর হোসাইন রাজু,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে কাপড়ে নকশা  তৈরি করে নারীরা বাড়তি আয়ের চেষ্ঠা করছে। গৃহীনিরা সাংসারিক কাজ কর্ম ও স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীরা লেখা পড়ার ফাঁকে অলস সময়কে কাজে লাগিয়ে নিপুন হাতে সুই সুতা দিয়ে তৈরি করছে বিভিন্ন প্রকার কাপড়ে নকশা। কেউ টেবিলের কাপড়ে তুলছে নকশা,কেউ কাথার মধ্যে, কেউ আবার  জামার মধ্যে তৈরি করছে রং-বেরংগের নকশা। চুক্তি নেয়া এসব কাপড়ের নকশা প্রস্তুত হওয়ার সাথে সাথে তাদের নির্ধারিত শ্রমের মূল্য দিয়ে পাইকাররা ক্রয় করে দেশের বিভিন্ন স্হানে বিক্রি করেন। এতে গ্রামীন মহিলাদের বাড়তি আয়ের পথ তৈরি হয়েছে। ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের মোছাঃ মার্জান খাতুন ও কুলসুম বলেন,এ ইউনিয়নে কাপড়ের নকশার তৈরির কাজ সর্বত্রই ছড়িয়ে পড়েছে। দিনে দিনে এর চাহিদা বাড়তেছে। অনুসন্ধানে জানা গেছে, কাশিপুর ইউনিয়নে গংগারহাট,কলেজমোড়,বেড়াকুটিসহ ৫টি গ্রামে নারীরা এ কাজে নিজেকে নিয়োজিত করে বাড়তি আয়ের পথ খুজে নিয়েছে। নকশার প্রকার ভেদে পাইকাররা নারীদের কাছ থেকে ৪০০ থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত শ্রমের মূল্য দিয়ে নিয়ে দেশের বিভিন্ন স্হানে তা বিক্রি করতেছে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort