counter প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল বালিয়াডাঙ্গীর ৬৪০ মসজিদ অনুদান হাতে তুলে দিলেন এমপি দবিরুল

বুধবার, ১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল বালিয়াডাঙ্গীর ৬৪০ মসজিদ অনুদান হাতে তুলে দিলেন এমপি দবিরুল

আল-ফেরদৌস (রানা) বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও :

বৈ‌শ্বিক মহামারী ক‌রোনা ভাইরা‌সের কার‌নে সারা দেশসহ বালিয়াডাঙ্গী উপজেলায় অ‌নে‌কে কর্ম‌হীন হ‌য়ে প‌ড়ে‌ছে। বর্তমান এই প‌রি‌স্থি‌তি‌ মোকা‌বেলায় সরকারসহ বি‌ভিন্ন সংগঠন ও ব্যা‌ক্তি‌দের আ‌র্থিক সহ‌যো‌গিতা প্রদান করা যাচ্ছে।

এরই ধারাবা‌হিকতায় বালিয়াডাঙ্গর উপজেলায় ৬শ’৪০ টি মসজিদের প্রতিনিধিদের মা‌ঝে ৫ হাজার টাকা ক‌রে মোট ৩২ লক্ষ টাকা উপহার প্রদান করা হয়। আজ শনিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর দেয়া এই উপহার এলাকার ৬৪০টি মস‌জি‌দের প্র‌তিনি‌ধি‌র হা‌তে তু‌লে দেন ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেব।।

এছাড়াও আ‌রো উপ‌স্থিত ছি‌লেন উপজেলা নির্বাহী অফিসার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন সহ আওয়ামীলীগের নেতা কর্মী বিন্দ। উপ‌জেলা প্রশাস‌নের মাধ্য‌মে তা‌লিকাভূক্ত সকল মস‌জিদ প্র‌তি‌নি‌ধি‌দের হা‌তে পর্যায়ক্র‌মে এই উপহার তু‌লে দেয়া হ‌চ্ছে।

এই বিভাগের আরো খবর