বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পুঠিয়ায় প্রতিবন্ধীর কোলে কন্যা সন্তান, বাবা কে জানা নেই

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ রাজশাহী পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী কন্যা সন্তানের মা হলে নবজাতকের পিতার পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছ গত কয়েক দিন পূর্বে বুদ্ধিপ্রতিবন্ধী কন্যা সন্তানের জন্ম দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, রাজশাহী পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের এক দিনমজুরের প্রতিবন্ধী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠে পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর গ্রামের মোঃ আবু কালামের পুত্র মোঃ সোহেল রানা (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় ঐ প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্তের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় প্রতিবন্ধী তরুণীর পিতা বাদী হয়ে গত (৯জানুয়ারি) পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুঠিয়া থানা পুলিশ অভিযুক্ত মোঃসোহেল রানাকে আটক করে।

মামলা দায়েরের কয়েক মাস পর ওই প্রতিবন্ধী গত (১২জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তান প্রসব করেন। তবে সদ্য ভূমিষ্ট সন্তানের পিতৃ পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, প্রতিবন্ধী তরুণীর পিতার অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত উপজেলার ৪নং ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর গ্রামের মোঃআবু কালামের পুত্র মোঃসোহেল রানাকে আটক করা হয়েছে, তবে ডিএনএ পরীক্ষার পরেই প্রতিবন্ধীর কলে সন্তানের আসল পিতৃপরিচয় পাওয়া যাবে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort