counter নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, আহত ৩৫

বুধবার, ১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, আহত ৩৫

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি মসজিদের এসি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯টায় মসজিদের ভেতরের একটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই সময় মসজিদের ভেতরে থাকা ৩০-৪০ জন ছিলেন। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে তাদের অনেকেই আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

এই বিভাগের আরো খবর