মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নরসিংদীতে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মলম পার্টির তিন সদস্য গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, শনিবার (০৯ জানুয়ারি ) জনৈক মোখলেছুর রহমান (৫৫) পিতামৃত উসমান মিয়া, সাং- রসুলপুর, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর ব্যবসায়ীক কাজে কাপড় ক্রয়ের উদ্দেশ্যে টঙ্গী হতে নরসিংদী শেখেরচর বাজারে আসার লক্ষ্যে টঙ্গী হতে উত্তরা পরিবহনে রওনা হয়। বাস পলাশ থানাধীন ঘোড়াশাল আসা মাত্র অজ্ঞাতনামা কতিপয় লোক জনৈক মোখলেছুর রহমানকে হালুয়ার সাথে অচেতন জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে নগদ ৭৫,০০০/= টাকা ও মোবাইল সেট নিয়ে যাওয়ার সময় বাসের যাত্রীর সহায়তায় এসআই তাপস কান্তি রায় মলম পার্টির সদস্য (১) মোঃ বশির উদ্দিন (২৫), পিতা- আঃ সাত্তার আলী খান, সাং- কিসমত মোকারম, থানা ও জেলা- পটুয়াখালী, (২) মোঃ আকরাম আলী (৪০), পিতামৃত- মোসলেম আলী, সাং- মাধবপুর, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর, (৩) মোঃ মজনু মিয়া (৪০), পিতা- মোঃ তাহের আলী, সাং- শালগ্রামপুর, থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইলদের গ্রেফতার করেন। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort