শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রাণ কোম্পানীকে ১০ লক্ষ টাকা জরিমানা

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর পলাশে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরীর অপরাধে প্রাণ-আরএফএল কোম্পানীকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নে অবস্থিত প্রাণ আরএফএল চরকা কারখানায় অভিযান চালিয়ে নরসিংদীর ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক এ জরিমনা করেন। বুধবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কোম্পানির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় অভিযানে র‌্যাবের একটি টিম ও নরসিংদীর ঔষধ প্রশাসনের কর্মকর্তা সহযোগিতা করেন। জানাযায়, পলাশের ডাংগায় প্রাণ আরএফএল চরকা কারখানায় অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিভিন্ন জায়গায় বিপনন করে আসছিল এমন অভিযোগে আজ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আলামত ধ্বংস করে ড্রাগ এক্ট   ১৯৪০ অনুযায়ী ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort