counter নরসিংদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ৪ঠা আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায় , এসআই মাহমুদুল হাসান, এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন বিলাসদী সাকিনস্থ জনৈক সানোয়ার হোসেনের বসতবাড়ীর সামনে গলিপথ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) নাঈম খান (৩০), পিতা-সেলিম খান,সাং- সৈয়দেরখোলা, থানা-শিবপুর,জেলা-নরসিংদীকে ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করেন।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৬৫,০০০/= টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা আছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর