মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত তিন

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ট্রাক ও অটোচার্জার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ৭টায় উপজেলার চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনজার্চ (ওসি) অসুক কুমার চৌহান জানান, সকালে উপজেলার চড়ারহাট এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষে অটোচার্জারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, উক্ত ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে আটক করার জন্য অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort