counter নকলা পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আ:লীগের প্রার্থী লিটন

বৃহস্পতিবার, ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

নকলা পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আ:লীগের প্রার্থী লিটন

শফিউল আলম লাভলু, শেরপুর: তৃতীয় ধাপের পৌর নির্বাচনে শেরপুরের নকলা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার তারেক আজিজের নিকট ওই মনোনয়নপত্র জমা দেন হাফিজুর রহমান লিটন। এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গীর আলম বুলবুল, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সোজা রেজাউল হক হীরা ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জু, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু, বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা পরিষদ নকলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবরAllEscortAllEscort