counter নকলা উপজেলা আওয়ামী লীগ বন্যা কবলিত এলাকা পরিদর্শন

বৃহস্পতিবার, ৮ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

নকলা উপজেলা আওয়ামী লীগ বন্যা কবলিত এলাকা পরিদর্শন

শেরপুর প্রতিনিধি: একদিকে করোনা অন্যদিকে বন্যা স্থবির হয়ে পড়েছে জনজীবন। বন্যা পরিস্থিতিতে দূর্ভোগে পড়েছে বানভাসিরা। বন্যাদুর্গত মানুষের হাহাকার ও দুর্ভোগ চলছে। বানের জলে ভাসছে শেরপুরের নকলা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ।

শুক্রবার বিকেলে চন্দ্রকোনা ও চরঅস্টধর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন নকলা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ। ইতিমধ্যে নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বন্দী পরিবারের মাঝে খাদ্র সামগ্রী, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর