মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নকলায় ইউপি চেয়ারম্যান সুজাকে হত্যার হুমকি ও চাঁদাদাবীকারী শিপ্ত গ্রেফতার

শফিউল আলম লাভলু, শেরপুর: শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সুজাকে হত্যার হুমকীদাতা ও এক লাখ টাকা চাঁদাদাবী কারী শরীফুল ইসলাম শিপ্ত (১৯) কে আজ রোববার (২০ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা করেছে নকলা থানা পুলিশ। শিপ্ত উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকার নবিজুল হকের পুত্র। এসময় তার সাথে থাকা ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের ১১টি সিম উদ্ধার করা হয়।

জানাযায়, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১লাখ টাকা চাঁদাদাবী করেন অজ্ঞাত এক ব্যাক্তি। চাঁদা না দিলে চেয়ারম্যানসহ তার পরিবারকে হত্যা করবে বলে এমন হুমকীও দেয় ভিন্ন ভিন্ন নাম্বার থেকে। পরে আনিছুর রহমান সুজা গত ২৮ নভেম্বর নিজের নিরাপত্ত¡ার স্বার্থে নকলা থানায় একটি জিডি করেন। জিডি মূলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আজ দুপুরে নিজ বাড়ি থেকে শিপ্তকে গ্রেফতার করেন। শিপ্ত নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ডিগ্রীর প্রথম বর্ষের শিক্ষার্থী।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যত্যা নিশ্চিত করে করেছেন।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort