মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে করোনায় নতুন আক্রান্ত ২ জন, সুস্থ আরও ৬ জন

করোনাভাইরাসে ২৪ ঘন্টায় দেশে নতুন আক্রান্ত হয়েছেন ২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। গত ২৪ ঘন্টায় আরও ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ডা. ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫১ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫১ জনের মধ্যে ইতোপূর্বে ৫ জন আমাদের ছেড়ে চলে গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন না থাকায় তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। মোট সুস্থ হয়েছেন ২৫ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।’

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort