মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে প্রথম কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি

বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলেন কার্ডিওলজী এফসিপিএস ট্রেইনি ডা. কাজী স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজীদ শুভ। এনাদের তৈরিকৃত ভেন্টিলেটর দিয়ে (টাইডাল বলিউম, আইই রেশিও পিক ফ্লো, আপনিয়া, প্রেসার, রেসপিরেটরী রেট, ব্রেথ সেন্সর, tidal volume , IE ratio , peak flow , apnea , pressure , respiratory rate, breath sensor) রোগীর সবই নিখুঁতভাবে করা যায় ।

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভেন্টিলেটরের নাম দেয়া হয়েছে স্পন্দন । এই ডিভাইসটি বানাতে তাদেরকে প্রত্যক্ষ ভাবে সহোযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এ এফ কিংশুক এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তাজবিরুল হাসান কাব্য।

এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন ডা. আসিফ উর রহমান (আইসিইউ রেজিস্টার, অ্যাপোলা হাসপাতাল), এম তোফাজ্জল আলি, কাজী মনসুর উল হক, ফাহিম আহমেদ, আকিফ মুন্তাসির, সোহেল রানা। করোনা মোকাবেলায় ডা. স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজিদ এর আবিষ্কার মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অসাধারণ ভূমিকা রাখবে বলে আশাবাদী চিকিৎসকরা।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort