মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দুর্নীতি ঠেকাতে সহায়তা চাইলে দেবে দুদক: ইকবাল মাহমুদ

ডেস্ক নিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মেগা প্রকল্পসহ যে কোনো বিষয়ে সরকারের কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দুর্নীতি প্রতিরোধে দুদকের সহায়তা চাইলে দুদক সহযোগিতা করবে। এ সংক্রান্ত একটি পত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার যুগান্তরে প্রকাশিত একটি রিপোর্টের বরাতে কিছুটা সংশোধনী এনে তিনি এসব কথা বলেন।

দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘বিশ্বব্যাংকের প্রতিবেদন দুর্নীতি বন্ধ হলেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি’ শীর্ষক প্রতিবেদনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদকে উদ্ধৃতি করে বলা হয়, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি রোধে দুদক থেকে প্রতিনিধি রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি কিছুটা সংশোধনী দিয়ে বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে মন্ত্রিপরিষদে দেয়া চিঠির বিষয়টি স্পষ্ট করেন।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort