counter তিশা-ফারুকীর দশ বছর

বৃহস্পতিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

তিশা-ফারুকীর দশ বছর

বিনোদন ডেস্ক : একজন নামী পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী। নাম মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সুখী দম্পতি তারা। ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। আজ তাদের বিয়ের দশ বছর পূর্তি হলো। বিবাহ বার্ষিকীর এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

এই দিনটিকে ঘিরে ফেসবুকে ফারুকী বেশ কিছু আবেগ মেশানো মজার তথ্য শেয়ার করেছেন। ‘ডুব’ খ্যাত এই নির্মাতা লিখেছেন, ‘দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্তু আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।’

ফারুকীর এই পোস্টের নিচে ভরে গেছে শুভেচ্ছাবার্তায়। তাদের সুদীর্ঘ সাফল্য কামনা করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ফারুকী অনেকের শুভেচ্ছাবার্তার জবাবও দিয়েছেন।

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে তিশার সঙ্গে চেনাজানা শুরু। ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিনের সে প্রেম ২০১০ সালে পরিণতি পায় বিয়েতে। এরপর এক ঘরে বসবাস। এখনও মধুর সম্পর্ক ঘিরে রেখেছে দুজনকে।

শুভ বিবাহ বার্ষিকী ফারুকী-তিশা।

এই বিভাগের আরো খবর