মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা পৌঁছেছে চীনের করোনা চিকিৎসা সরঞ্জাম

চীনের দেয়া টেস্ট কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি এবং ইনফ্রারেড থার্মোমিটারসহ একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কুনমিং থেকে আসা চীনের একটি কার্গো উড়োজাহাজ। ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই ও এক হাজার থার্মোমিটার রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মো: সোহেল কামরুজ্জামান জানান, ঢাকায় আসার পর এসব সরঞ্জাম বিমানবন্দরে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে চীন দূতাবাসের কর্মকর্তারা হস্তান্তর করেন। পরে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য মালামাল বিমান থেকে নীচে নামিয়ে আনা হয়। এসময় বিমানবন্দরে চীন ও বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসাসামগ্রী সহায়তা দিচ্ছে চীন সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশে এসব টেস্ট কিট, পিপিই, থার্মোমিটার এসেছে। প্রথম দফায় এর আগে চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort