বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকার ১০ এলাকায় সংক্রমণ বেশি, আক্রান্ত নেই ৪ জেলায়

ডেস্কনিউজঃ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

দেশে গত ২৪ ঘন্টায় ৪৯৭জন নতুন করে কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন। ৩৮১২ টি পরীক্ষা করে এই সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে।

এখন পর্যন্ত বাংলাদেশে ৫৯১৩ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। আরো ৭জন নতুন করে মারা গেছেন। বাংলাদেশে মোট মারা গেছেন ১৫২ জন মানুষ।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী।

তিনি বলেন, রাজধানীর ঢাকার ১০টি এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। এছাড়া দেশে চারটি জেলায় এখনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি।

রাজধানীর ঢাকায় যে ১০টি এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি তা হলো- রাজারবাগ, যাত্রাবাড়ি, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিটফোর্ড, মিরপুর ১৪, ওয়ারী, শাহবাগ, কাকরাইল, উত্তরা।

এছাড়া বাংলাদেশে চারটি জেলায় এখনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি। জেলাগুলা হলো-খাগড়াছড়ি, রাঙামাটি, সাতক্ষীরা, নাটোর।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort