শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ২ ব্যবসায়ীকে১ মাসের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখার দায়ে ২ মিষ্টি ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত । উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ২৯ জুন রাত ৯টায় এক অভিযান পরিচালনা করেন। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২ ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলো, নয়াগাঁও গ্রামের নুরুল হকের ছেলে শেখ ফরিদ ও বাগেরভিটা গ্রামের সতারাম চন্দ্র বর্মনের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মন। তারা উভয়ই মিষ্টির ব্যবসায়ী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort