মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে অবৈধ পলিথিন জব্দ জরিমানা -১৫ হাজার টাকা

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজারে আজ ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বাজার মনিটরিং করে ফরিদ ষ্টোর থেকে অবৈধ ১০৪ কেজি পলিথিন রাখার দায়ে – ফরিদ মিয়াকে -১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫(সংশোধন২০১০) এর ১৫(১) ধারার টেবিল নং ৪(খ) এ বর্ণিত ৬ক ধারা লংঘন এর দায়ে ফরিদ মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপস্থিত ছিলেন – মোঃ রাসেল নোমান সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়, শেরপুর। নয়ন কুমার রায় পরিদশর্ক,পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়, শেরপুর। জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort