মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জো বাইডেনকে এরদোয়ানের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের জনগনের জন্য কল্যাণ বয়ে আনবে আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ায় আপনাকে আমি অভিনন্দন জানাই। আমি যুক্তরাষ্ট্রের সব মানুষের জন্য শান্তি ও অগ্রগতি কামনা করছি।’

এরদোয়ান আরো বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আজ আমরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি। তা মোকাবেলা করতে নিজেদের সুসম্পর্ক আরো জোরদার করতে চাই।’ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জো বাইডেনের সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাতের কথা উল্লেখ করেন এরদোয়ান। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুবই গভীর কৌশলগত সম্পর্ক বিদ্যামান। আগামীর দিনগুলোতে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কাজ করতে তুরস্কের দৃঢ় মনোবলের কথা জানান এরদোয়ান।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort