শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গলেই সন্তান প্রসব, শিশু নিয়ে গেল বন্য জন্তু

আন্তর্জাতিক ডেস্ক :  বাড়িতে কোনো শৌচাগার নেই। তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে জঙ্গলের ভেতরেই সন্তান জন্ম দেন ওই নারী। এরপরই জ্ঞান হারান। কিন্তু জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তার পাশে সন্তান নেই।

পরিবারের লোকজন জানিয়েছেন, শিশুটিকে কোনো বন্য জন্তু গভীর জঙ্গলে নিয়ে গেছে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের চম্বলে এমন ঘটনা ঘটেছে।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পী চৌহান নামের ২৬ বছর বয়সী এক নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জঙ্গলে জ্ঞান হারান। কয়েক ঘণ্টা পর তাকে জঙ্গল থেকে উদ্ধার করেন গ্রামবাসী।

ওই নারী বলেছেন, ‘আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। তখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। রক্তক্ষরণ দেখে আমি অজ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি আর আমার ছেলেকে খুঁজে পাইনি।’

গ্রামবাসী জানিয়েছেন, তারা যখন ওই নারীকে উদ্ধার করেন তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যে এত বড় বিপত্তি হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ওই নারী। এমন মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে ওই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও পর্যন্ত তার শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort