শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রলীগ পর্তুগাল শাখার অন্তর্গত লিসবন মহানগর কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার অন্তর্গত লিসবন মহানগর কমিটি অনুমদোন দেয়া হয়েছে। মোস্তাকিম রহমান আমিনকে সভাপতি ও রাফি আদনান আকাশকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখাকে গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। গতকাল শনিবার (৫ জুন) বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার সভাপতি জাহিদ হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শহীন দর্জি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এই কমিটি অনুমোদান দেয়া হয়।

কমিটিতে সহ সভাপতি হয়েছেন সাদনান রহমান, কামরুল ইসলাম দিদার, ইব্রাহীম খলিল, নাঈম খান ও রুবেল কাজী।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজদ্বীপ সাহা শান্ত, রুবেল হোসাইন ও মো. আব্দুল গণি (সোহেব)। এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাধাকান্ত বিশ্বাস, রিজভী খান ও এ এম আবিদ।

গত বছরের ১৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ, পর্তুগাল শাখার কমিটি ঘোষণা করা হয়েছিলো।

এই বিভাগের আরো খবর


Mersin rus escortMersin rus escort